Take a fresh look at your lifestyle.

দেশে ক্যান্সার চিকিৎসা আরও শক্তিশালী করতে ৬টি ক্যান্সার মেশিন কিনছে সরকার

৯৩

হেলথ ইনফো ডেস্ক :

দেশে ক্যান্সার চিকিৎসা আরও শক্তিশালী করতে সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে অতিরিক্ত ছয়টি লিনাক (LINAC) মেশিন ক্রয় করছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, এই মেশিনগুলো আগামী কয়েক মাসের মধ্যেই দেশে পৌঁছাবে।

 

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

 

নূরজাহান বেগম বলেন, ক্যান্সার চিকিৎসায় লিনাক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানো জরুরি।

 

তিনি আরও বলেন, ক্যান্সার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে ৬৪ জেলায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় আধুনিক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই খাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, সময়মতো শনাক্ত করা গেলে ব্রেস্ট ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। তিনি নারীদের লজ্জা বা ভয় না পেয়ে নিয়মিত স্ক্রিনিং করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি জানান, বর্তমানে ৩০ বছরের নিচেও অনেক নারীর স্তন ক্যান্সার শনাক্ত হচ্ছে, তাই বয়স নয়—উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

Leave A Reply

Your email address will not be published.