বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
দেশের নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এ সংক্রান্ত সম্মতি দিয়েছে।
সম্প্রতি ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিব মো. সায়েমুর রশিদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এসব স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শয্যা বাড়ানোর বিষয়ে সব ধরনের বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে।
যেসব স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বাড়ছে
সবচেয়ে বেশি শয্যা বাড়ছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এটি বর্তমানে ৫০ শয্যার একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র। ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রজ্ঞাপনে একে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
শয্যা বৃদ্ধি পাওয়া অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো—নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
এর আগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছিল।