হেলথ ইনফো ডেস্ক :
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ওসমান হাদীকে অনস্টপ ইমার্জেন্সিতে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি লাইফ সাপোর্টে আছেন। বুলেট মাথার ভেতরে রয়ে গেছে। এই অবস্থায় তার চিকিৎসায় যা যা করা দরকার, তার সব করা হচ্ছে। রক্ত ব্যবস্থা করা হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশেপাশে গুলি লেগেছে।
জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। সমর্থকরা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান।