Take a fresh look at your lifestyle.

তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে রাজধানীর বাইরে: অধ্যাপক সায়েদুর রহমান

77

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীতে আর কোনও বিশেষায়িত হাসপাতাল হবে না জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল রেফারেল সেন্টার হিসেবে গণ্য হবে।

ব্রিফিংকালে ‘আমরা দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি’ উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আগামী দিনগুলোতে এর সুফল পাওয়া যাবে বলে আশা করি।

তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অনুপ্রেরণা জোগাতে স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত নানা উদ্যোগের বিবরণ তুলে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.