নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বিভিন্ন এলাকায় একসময় ফুটবল ক্লাবগুলো সমৃদ্ধ ছিল, কিন্তু বর্তমানে পেশাদারিত্বের অভাব, অর্থনৈতিক সংকট, প্রযুক্তির প্রভাব এবং সামাজিক উদাসীনতার কারণে অনেক ক্লাবই বিলুপ্ত বা নামমাত্রে পরিণত হয়েছে। পাশাপাশি, অনেক ক্লাব আর আগের মতো সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করতে পারছে না।
বাংলাদেশে প্রতিবছর মৌসুমে আয়োজন হত দারুন সব ফুটবল টুর্নামেন্টের এখন তা হারিয়ে যাচ্ছে।
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সেই সোনালী দিনে মানুষের মুখে মুখে ফিরত ফুটবল বীরদের নৈপুন্যের সব কাহিনী।
এদেশের মাঠ থেকে সেই সোনালী দিনে উঠে এসেছে আমিনুল, মুন্না, কায়সার হামিদের মত প্লেয়ার। আবাহনী-মোহামেডানের মতো টুর্নামেন্টগুলো জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে এসবের আয়োজন কমে গেছে । আবাহনী মোহামেডান ম্যাচের দিনে যে উম্মাদনা ছিল তা যে কোন ইউরোপিয়ান লীগকেও হার মানাত।কিন্তু ধীরে ধীরে সেই সোনালী যুগ হারিয়ে গিয়েছে।
এ দেশের তার্যন্য হারিয়ে গিয়েছে মাদক আর মোবাইল আসক্তিতে। সেই সোনালী যুগ এর স্মরনে, সেই সব উম্মাদনার দিনকে পূনর্জাগরন করতে শেবাচিম এর সন্ধানী, মেডিসিন ক্লাব আর রেডক্রিসেন্ট ইয়থ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট।
এতে প্রতিটিক্লাবের হয়ে দুটি করে টিম অংশ নিচ্ছেন। শের ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় মাঠেআগামী ১৬ অক্টোবর খেলা শুরু হওয়ার কথা রয়েছে।