জুলাই ও নভেম্বর ২০২৪ এর ফাইনালসহ বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১১ নভেম্বর এসব পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
আজ বুধবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এই রুটিন প্রকাশ করে। এতে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ সই করেছেন।
এতে বলা হয়, প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষা জুলাই ২০২৪ (পুরাতন কারিকুলাম), প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষা নভেম্বর ২০২৪ (নতুন কারিকুলাম) এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষা নভেম্বর ২০২৪ এর লিখিত, মৌখিক, প্র্যাকটিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো।
ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের স্ব স্ব ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।