Take a fresh look at your lifestyle.

ড্যাবের নির্বাচন: বিএম‌ইউতে ডা. হারুন-শাকিল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

26

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএম‌ইউ) প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা করেছে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে বিএম‌ইউ শাখা ড্যাবের উদ্যোগে এ সভা আয়োজিত হয়।

সভায় ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।

এছাড়া ড্যাবের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএম‌ইউ এবং অন্যান্য শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, ডা. হারুন-ডা. শাকিল পরিষদ বিজয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘোষণার ২৬ দফার আলোকে সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব।
বিগত স্বৈরাচারী শাসনামলে জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকরা বঞ্চিত হয়েছেন উল্লেখ করে ভোটারদেন উদ্দেশ্যে তিনি বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আপনাদের পাশে ছিলেন না, তারা ভোট চাইতে আসলে আপনারা উপযুক্ত জবাব দেবেন। ব্যালট বিপ্লবের মাধ্যমে সে সমস্ত মানুষগুলোকে প্রতিহত করবেন।

 

এ সময় ডা. আজিজ-ডা. শাকুর প্যানেলের প্রতি ইঙ্গিত করে তারা ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন অধ্যাপক হারুন। বলেন, নির্বাচনে সুনিশ্চিত পরাজয় জেনে প্রতিপক্ষ প্যানেল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

 

প্যানেল পরিচিতি সভায় মহাসচিব পদপ্রার্থী ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘আগামী ৯ আগস্টের নির্বাচনে নির্ধারণ হবে—ড্যাব কাদের নেতৃত্বে চলবে। আপনারা রাজপথের শক্তিকে নির্বাচিত করতে ভোট দিবেন। নির্বাচিত হলে ডা. হারুন-শাকিল প্যানেলের নেতৃত্বে পেশাভিত্তিক ও কর্মীবান্ধব ড্যাব উপহার দিবে।

এ সময় নির্বাচিত হলে ড্যাবের স্থায়ী কার্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন ডা. শাকিল। একই সাথে বেসরকারি চাকরির বেতন-কাঠামো, নিয়োগ, পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণ নীতিমালা প্রণয়নে হারুন-শাকিল পরিষদ কাজ করবে বলে জানান। বলেন, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি নীতিমালা প্রণয়নেও কাজ করবে এই প্যানেল।

Leave A Reply

Your email address will not be published.