Take a fresh look at your lifestyle.

ড্যাবের নির্বাচন: ডা. হারুন-ডা. শাকিল পরিষদের মিটফোর্ড হাসপাতালে মতবিনিময়

38

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির নির্বাচনকে ঘিরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জনসংযোগ করেছে ডা. হারুন আল রশীদ ও ডা. জহিরুল ইসলাম শাকিল পরিষদ। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ দুই হাসপাতালে ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করেন এ পরিষদের প্রার্থীরা।

৯ আগস্টে অনুষ্ঠাতব্য নির্বাচনে নিজেদের পক্ষে ভোট চেয়ে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্রার্থীরা বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা ও চিকিৎসকদের অধিকার আদায়ে তারা অঙ্গীকারাবদ্ধ।

এ সময় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ডা. আবুল কেনান ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. মো. খালেকুজ্জামান দিপুসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা আয়োজনে অংশ নেন মিটফোর্ড হাসপাতাল শাখা ড্যাবের সংগঠক ডা. শাহীন, ডা. আশফাক, ডা. মশিউর রহমান, ডা. জাকারিয়া, ডা. সাকিব ও ডা. সাদবিন প্রমুখ।

এর আগে গত ২৫ জুলাই ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, গত ২৫ জুলায় খসড়া এবং ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া ২৬ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু হয়ে ২৮ জুলাই রাত ১০টায় শেষ হয়। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩০ জুলাই। পর দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ আগস্ট বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.