Take a fresh look at your lifestyle.

ডেঙ্গু পরীক্ষা বেসরকারি হাসপাতালে মূল্য নির্ধারণ, অতিরিক্ত নিলে ব্যবস্থা

164

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষাগুলোর জন্য মূল্য নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

আজ সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

২০১৯ সালের ২৮ জুলাইয়ের স্মারক নম্বর অনুসারে পুনরায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গু রোগীর রোগ নির্ণয়ের জন্য তিনটি পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হলো। ডেঙ্গুর জন্য এনএসওয়ান, আইজিজি   ও আইজিএম ৩০০ টাকা এবং কম্পিলিট ব্লাড কাউন্ট (সিবিসি) ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

নির্দেশনায় আরও বলা হয়, এসব নির্ধারিত মূল্যের অতিরিক্ত কোনও চার্জ আদায় করা যাবে না। কেউ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.