Take a fresh look at your lifestyle.

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন, ঔষধ ও মশানাশক প্রদান

99

 

নিজস্ব প্রতিবেদক :
ডেংগু মহামারীতে আক্রান্ত,তীব্র আইভি স্যালাইন সংকটে থাকা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরগুনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আইভি স্যালাইন,ঔষধ, লিফলেট ও মশানাশক ঔষধ প্রদান করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ড্যাবের জয়েন্ট সেক্রেটারি ডা. ফয়সাল আহমেদ, শেবাচিম ড্যাবের দপ্তর সম্পাদক ডা. ইসতিয়াক আহমেদ রিফাত ও ডা. রাকিব হাসান পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই চিকিৎসা সামগ্রী পৌঁছে দেন।

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার সার্বিক তত্বাবধানে, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও পরিচালক (প্রোগ্রাম ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহর ব্যবস্থাপনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় কো অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ এর উদ্যোগে আয়োজিত এই ঔষধ ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরনে আরো উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য জুবায়ের, আশরাফ, মেহেদি, সাকিন, শান্ত, হাসিব, রাফি।

Leave A Reply

Your email address will not be published.