নিজস্ব প্রতিবেদক :
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল কলেজে চান্সপ্রপ্ত রেজওয়ান আহমেদ কে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা জেলার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের দারিদ্র্য ও মেধাবী ছাত্র, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রপ্ত রেজওয়ান আহমেদের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিয়ষক সহ-সম্পাদক ডা:পারভেজ রেজা কাকন।
আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান,সদস্য গোপালগঞ্জ জেলা বিএনপি ডা:কে এম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: অমল চন্দ্র পাল,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ -সম্পাদক ডা:এম. আর. হাসান,সভাপতি ড্যাব, বারডেম শাখার ডা: আমিরুল ইসলাম পাভেল।