“জিয়াউর রহমান ফাউন্ডেশন” এর রজত জয়ন্তী(২৫ বছর) উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠিত হয়েছে। ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সাক্ষরিত উক্ত কমিটিতে স্থান করে নিয়েছেন শের ই বাংলা চিকিথসা মহাবিদ্যালয়ের সাবেক কৃতী ছাত্র ডা.কাকন ও ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
জাতীয়বাদে উজ্জিবিত চিকথসক, প্রকৌশলী, কৃষিবিদদের ককন প্লাটফর্ম হিসেবে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় “জিয়াউর রহমান ফাউন্ডেশন” প্রতিষ্ঠার পর থেকে দারিদ্র বিমোচন এবং দুস্ত মানবতার সেবায় ফাউন্ডেশনটি কাজ করে চলেছে। সাম্প্রতিক কালে ফেনীর ভয়াবহ বন্যায় ত্রান কার্যক্রম ও পূনর্বাসনেসংগঠনটি প্রশংসনীয় ভূ্মিকা রেখেছে।