Take a fresh look at your lifestyle.

জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

40

 

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কর্তৃক চিকিৎসা পেশা ও চিকিৎসকদের নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী কমিটি মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

 

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কর্তৃক চিকিৎসা পেশা ও চিকিৎসক সমাজকে নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল। এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, জামায়াতে ইসলামী এর নায়েবে আমির বলেছেন যে, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর টাকা খায়, যা চিকিৎসা ব্যয়কে ২০% বাড়িয়ে তোলে। তার এমন বক্তব্য চিকিৎসক সমাজের প্রতি অসম্মানজনক। পুরো চিকিৎসক সমাজকে নিয়ে তার এমন বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ড্যাব এর নেতৃবৃন্দ। এধরনের ঢালাও বক্তব্যের কারনে চিকিৎসক সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসার জন্য বিদেশগমনের প্রবণতা বৃদ্ধি পাবে বলে ড্যাব নেতৃবৃন্দ মনে করেন। তাই ডাঃ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে তার বক্তব্য প্রত্যহার করার আহ্বান জানিয়েছে ড্যাব।

 

জুলাই বিপ্লবসহ যেকোন জাতীয় দূর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদেশের চিকিৎসকরা আমাদের আশেপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে।

 

জনস্বার্থে চিকিৎসা পেশার উন্নতি নিয়ে সুচিন্তা ও ইতিবাচক কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ। চিকিৎসা পেশা ও চিকিৎসক সমাজকে নিয়ে করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ড্যাব তার স্পষ্ট অবস্থান পুনঃব্যক্ত করছে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এদেশের সাধারণ চিকিৎসক সমাজকে সাথে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও চিকিৎসা পেশার সম্মান রক্ষায় কাজ করে যাবে।

Leave A Reply

Your email address will not be published.