নিজস্ব প্রতিবেদক :
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ কর্মরত অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো: জিয়াউল হাসান এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০ জন নির্বাচিত স্পাইন সার্জন এর মাঝে একজন হিসেবে APSS Medtronic Spine Fellowship ,2025 এ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন। তিনি জাপান এর হামামাতস্যু ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এর স্পাইন সার্জারি বিভাগে ফেলোশিপ ট্রেইনিং সম্পন্ন করবেন।
ডা: মো: জিয়াউল হাসান ইতিপূর্বে দক্ষিণ কোরিয়া ও ইন্ডিয়া তে তিন বার স্পাইন সার্জারি ফেলোশিপ সম্পন্ন করেছেন।
তিনি ২০১০ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ তার এমবিবিএস এবং পরবর্তী তে ঢাকা মেডিকেল কলেজ থেকে অর্থোপেডিক্স এর উপর এম,এস ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি শেবাচিম ৩৬ তম ব্যাচের সাবেক ছাত্র এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো: আব্দুস ছালাম ও নার্গিস আক্তার এর প্রথম সন্তান।