Take a fresh look at your lifestyle.

জাতীয় চক্ষু বিজ্ঞানে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু

49

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
নে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে প্রায় ১৬তম দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে আউটডোরের সেবা চালু করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল।

গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সীমিত পরিসরে বহির্বিভাগের সেবা চালু করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সীমিত পরিসরে হাসপাতালটির জরুরি বিভাগ তিন দিন ধরে চালু রয়েছে। তবে হাসপাতালের ইনডোর সেবা বন্ধ রয়েছে। শনিবার (১৪ জুন) থেকে পুরোদমে হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, শনিবার (১৪ জুন) থেকে হাসপাতাল পুরোদমে চালু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি এর মধ্যে নিরাপদ পরিবেশ তৈরি হবে। সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা চলছে। আমরা রোগীদের সেবা দিতে চাই এবং চিকিৎসক-নার্সদেরও নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে চাই।

এর আগে গত ২৮ মে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মী, সাধারণ রোগী এবং তাদের স্বজনদের মধ্যে সংঘর্ষের পর থেকে হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। হাসপাতালটিতে শুধু জুলাই আহতরা অবস্থান করেন। অন্তর্বর্তী সরকার তাদের জন্য বিশেষ উদ্যোগে খাবার সরবরাহ করেছে।

Leave A Reply

Your email address will not be published.