নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, জনগনের পাশে থাকার জন্য চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ারদের ভূমিকা রাখতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় রূপাতলী একটি লবস্টার কনভেনশন হলে এই মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল এর উদ্যোগে বিভাগীয় এ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন চিকিৎসক মনিটর ডা.পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষিবিদ মনিটর প্রফেসর ড. মো মামুন অর রশিদ, বি এম এ ও ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম, জিয়াউর রহমান ফাউন্ডেশন চিকিৎসক কো অর্ডিনেটর ডা, সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, ড্যাব বরিশাল জেলা শাখা সভাপতি ডা. কবিরুজ্জামান, ড্যাব বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষা বৃত্তি দিতে হবে। বরিশালের প্রয়াত নেতা পারভেজ আকন বিপ্লবের অবহেলিত পরিবার কে সহ সকল নেতা কর্মীর কল্যানে কাজ করার কথা বলেন তিনি।
মতবিনিময় শুরুর আগে ২০২৪-২৫ সেশনে মেডিকেলে চান্স প্রাপ্ত পটুয়াখালীর মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও উপহার স্বরুপ বই তুলে দেওয়া হয়।