Take a fresh look at your lifestyle.

চা ও সিগারেট একসাথে খাওয়া বাঁচার বয়স কমাতে পারে

১৫৬

হেলথ ইনফো ডেস্ক :
কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে অনেকেই চা পান করেন। আবার কেউবা সিগারেট বা বিড়ি খান। কিন্তু যারা একসঙ্গে চা ও ধূমপান করেন, তাদের জন্য এটি বড় ঝুঁকির কারণ। হাতে গরম চায়ের কাপ আর জ্বলন্ত সিগারেট একসঙ্গে রাখা—এই ‘ডেডলি কম্বো’ স্বাস্থ্যের জন্য মারাত্মক।

গবেষণা অনুযায়ী ক্ষতি
অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নাল জানায়, সকালে বা সন্ধ্যায় চায়ের কাপ হাতে ধূমপায়ীরা প্রায়ই সিগারেটের দিকে হাত বাড়ান। তবে এই অভ্যাস দীর্ঘমেয়াদে ফুসফুস, পাকস্থলী ও খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত গরম চা ও ধূমপানের সংমিশ্রণ পাকস্থলীর আলসারও তৈরি করতে পারে।

চায়ে থাকা ক্যাফিন পাকস্থলীর হজম প্রক্রিয়াকে সাহায্য করে। কিন্তু সিগারেটের নিকোটিনের সঙ্গে মিলিত হলে মাথাব্যথা, আচ্ছন্ন ভাব বা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি দেখা দিতে পারে।

গবেষণার তথ্য
পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের গবেষণায় ৩০-৭৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ ব্যক্তির তথ্য নেওয়া হয়েছিল। কেউ শুরুতেই ক্যানসারে আক্রান্ত ছিলেন না। নয় বছরের তথ্য পর্যবেক্ষণের পর দেখা যায়, যারা অতিরিক্ত চা পান করেন, ধূমপান ও মদ্যপান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি অন্যান্যদের তুলনায় সাত গুণ বেশি। এ অভ্যাস তাদের গড় আয়ু প্রায় ২০ বছর কমিয়ে দিতে পারে।

চা একা পান করা মোটেই ক্ষতির কারণ নয়। কিন্তু ধূমপান বা মদ্যপানের সঙ্গে চা একসঙ্গে নিয়মিত খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এই ‘ডেডলি কম্বো’ থেকে দূরে থাকা উত্তম।

সূত্র: অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন, পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টার

Leave A Reply

Your email address will not be published.