Take a fresh look at your lifestyle.

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দোয়া মাহফিল

৩৮

নিজস্ব প্রতিবেদক :
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জোহর নামাজের পর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. শাকিল, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। উপস্থিত চিকিৎসকরা নেত্রীর শারীরিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।

Leave A Reply

Your email address will not be published.