Take a fresh look at your lifestyle.

কুষ্টিয়া সদর হাসপাতালে এন্টিভেনম না থাকায় শিশুর মৃত্যু

৬৩

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা আব্দুল্লাহ নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে এন্টিভেনম না থাকায় শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে। আব্দুল্লাহ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মাওলার ছেলে।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয়। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ঈমাম বলেন, ‘আমাদের হাসপাতালে এন্টিভেনম একেবারেই নেই এবং রোগীও সাপে কাটার অনেকক্ষণ পর এসেছে। আমরা এন্টিভেনমের জন্য বারবার আবেদন করে আসছি।

 

জানা যায়, কুষ্টিয়া সদর হাসপাতাল এবং স্থানীয় ফার্মেসিগুলোতেও এন্টিভেনম না থাকায় শিশুটির বিনা চিকিৎসায় মৃত্যু ঘটে।

 

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিষয়টি জানা নেই, আমি ছুটিতে চট্টগ্রামে আছি।

 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বলেন, ‘রোগীর মৃত্যুর বিষয়টি শুনেছি। কী কারণে মারা গেছে, তা সুনির্দিষ্টভাবে জানি না। জেনে আপনাকে জানাবো।

 

এন্টিভেনমের সরবরাহ না থাকার বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।

 

জানা গেছে, কুষ্টিয়া সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ এন্টিভেনমের সংকট রয়েছে। বিগত তিন মাসে এই হাসপাতালে সাপে কাটা অন্তত ৫-৬ জন রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোগী ও স্থানীয় জনগণ দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

Leave A Reply

Your email address will not be published.