Take a fresh look at your lifestyle.

কাল এমবিবিএস ভর্তি পরীক্ষা, বরিশালে ৩ হাজার ২০৬ জন পরীক্ষার্থী

83

নিজস্ব প্রতিবেদক :
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

 

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা বরিশালের দুটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

এবছর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ২৫০ আসনের বিপরিতে বরিশালের দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ২০৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে ১৫০৬ জন আর বরিশাল সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ১৭০০ জন।

 

বিষয়টি নিশ্চত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. রেফায়তুল হায়দার হিমু।

 

তিনি জানিয়েছেন, ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশালের দুটি পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিতের লক্ষে আইন শৃংখলা বাহীনির সদস্যরা নিয়োজিত থাকবে। পাশাপাশি দুটি কেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও প্রতিটি কেন্দ্রে দুজন করে ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.