নিজস্ব প্রতিবেদক :
এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে সন্ধানী শের ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় এবং অভিভাবকদের বিশ্রাম এর জন্য হেল্প ডেক্স সেবার আয়োজন করে স্বাচ্ছাসেবক সংগঠন সন্ধানী, শেবাচিম ইউনিট।
সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সৌরভ রায়, যুগ্ম অর্থ সম্পাদক সায়েম খান, রোগী কল্যান সম্পাদক আদনান সৈকত, যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদ, জাবের সহ অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা বরিশালের দুটি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এবছর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ২৫০ আসনের বিপরিতে বরিশালের দুটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ২০৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে ১৫০৬ জন আর বরিশাল সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ১৭০০ জন।