হেলথ ইনফো ডেস্ক :
এবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকার ধামরাইয়ে বারোবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় আগুন লাগে।
সংশ্লিষ্টরা জানান, ০৯ নম্বর ভবনের চতুর্থতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিতে ছেয়ে যায়। কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ।
ওষুধ কারখানার ভেতরে থাকা অফিসার ও কর্মচারীরা চরম আতঙ্কিত পড়ে যান। দৌড়ে নিরাপদ স্থানের দিকে হুড়োহুড়ি করে ছুটতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করা হয়।
এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে ও অগ্নিনির্বাপন তৎপরতা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়।