Take a fresh look at your lifestyle.

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতা প্রাপ্তির আবেদন আহ্বান

113

এফসিপিএস প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতা প্রাপ্তির আবেদন আহ্বান
বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কাছ থেকে পারিতোষিক ভাতার জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি সেশন পর্যন্ত উত্তীর্ণরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৫ মে’র মধ্যে অফিস চলাকালীন সময়ে বিসিপিএসের আরটিএম বিভাগে এ আবেদন জমা দিতে হবে।

 

বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিপিএস জানায়, জানুয়ারি ২০২০ থেকে জানুয়ারি ২০২৪ সেশনের সব বিষয় এবং জুলাই ২০২৪ সেশনে উত্তীর্ণ চারটি বিষয় (মেডিসিন অ্যান্ড অ্যালাইড, সার্জারি অ্যান্ড অ্যালাইড, অবস অ্যান্ড গাইনি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড) ব্যতীত সব বিষয়ে প্রশিক্ষণার্থী নিজ উদ্যোগে অবৈতনিকভাবে বিসিপিএস কর্তৃক স্বীকৃত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান বা হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করলে পারিতোষিক ভাতার জন্য আবেদন করতে পারবেন।

 

তবে জুলাই ২০২৪ সেশনে এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ চারটি বিষয়ের প্রশিক্ষণার্থী এবং জানুয়ারি ২০২৫ সেশন থেকে সব বিষয়ে এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিসিপিএস কর্তৃক পদায়ন বাধ্যতামূলক। ফলে পদায়ন ব্যতীত কেউ প্রশিক্ষণ গ্রহণ করলে তিনি পারিতোষিক ভাতার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

 

যেসব প্রশিক্ষণার্থী প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও চাকরি, ডিউটি বা প্র্যাক্টিস করেন অথবা অন্য কোনো উৎস থেকে বেতন-ভাতা গ্রহণ করেন, এ বিষয়টি প্রমাণ হলে তার পারিতোষিক ভাতার আবেদন বাতিল বলে গণ্য হবে– বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া সরকার কর্তৃক প্রদত্ত এই পারিতোষিকের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তসহ বিস্তারিত জানা যাবে বিসিপিএসের বিজ্ঞপ্তিতে।
সুত্র : ঢাকা পোস্ট

 

Leave A Reply

Your email address will not be published.