ডা. মো এম রেজওয়ান রেজা :
ডা. মো এম রেজওয়ান রেজা :
তিনি রামপুরা ডেলটা মেডিকেল এর সিড়িতে সাহা্য্যের জন্য আশ্রয় নেন এবং সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ডেলটা মেডিকেলের ইমার্জেন্সি চিকিথসক ডা শামস জানান যে তিনি ইসমাইল কে সাহায্যের জন্য বেড় হলে তাকে লক্ষ্য করেও গুলি বর্ষন করা হয়।
কিন্তু গতকাল ছবিটি ভাইরাল হলে চিকিৎসক সহ ডেলটা মেডিকেলের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রশ্ন উঠেছে গুলি বর্ষনকারী পুলিশ সদস্যরা মুক্ত থাকলেও জুলাই অভ্যুত্থানে সম্মুখ লড়াই কারী চিকিৎসক, স্বাস্থ্যসেবাপ্রদানকারীদের গ্রেপ্তার হয়রানি করে, জল ঘোলা করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে কোন অপশক্তি?
লেখক :