বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বরিশালের উজিরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো নাজমা আক্তারের (২৬) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলীর তত্ত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনের প্রধান সার্জন ডা. শাহনাজ শিমুল এবং ডা. তহুরা আক্তার।
নবজাতকের বাবা বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।
উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, ‘১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে লোকবলের অভাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।