Take a fresh look at your lifestyle.

ইন্টার্নি চিকিৎসকদের পদায়নে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যের দূরীকরণে দৃষ্টান্ত স্থাপন করলেন শেবাচিম পরিচালক

২৭৫

শাহিন সুমন :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যের দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর।

শনিবার (১১ অক্টোবর) সকালে হাসপাতাল অডিটোরিয়ামে তার একটি উদাহরণ সৃষ্টি করেছেন।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম লটারির মাধ্যমে নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন করার মাধ্যমেন এই দৃষ্টান্ত স্থাপন করলেন।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সচেতন মহল। অনেকেই বলছেন এরকমের ঘটনা এর আগে শেবাচিম হাসপাতালে ঘটেনি। সব আমলই ক্ষমতার প্রভাবে ইন্টার্নি চিকিৎসকদের নিজের চয়েজ মত জায়গাতে ডিউটি পালন করত। যারা দুর্বল ছিল যাদের তদবির ছিল না তারাই কেবল স্বেচ্ছাচারিতার শিকার হত। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীরের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে।

সূত্রে জানা যায়, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে যখন যে সরকার ক্ষমতায় আসতো সে সময় কালেই দলীয় প্রভাবের কারণে ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপিং এর কারণে ক্ষমতাবানরা নিজেদের ইচ্ছেমতো পছন্দের জায়গাতে পদায়ন নিত। আর যারা অন্য মতাদর্শ কিংবা সাধারণ শিক্ষার্থী ছিল তাদেরকে জটিলতম স্থানে পদায়ন নিতে বাধ্য করা হতো।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা: আবদুল মুনয়েম সাদ জানান, নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে লটারির মাধ্যমে। ইনসাফের প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে সর্বত্র। যাতে করে আগামীতে কেউ এই ধরনের বৈষম্যের স্বীকার না হয়।

এ বিষয়ে শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মশিউল মুনীর জানিয়েছেন, যারা আজ থেকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত করেছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তাছাড়া তরুণ মেধাবী এই সকল চিকিৎসকদের শিক্ষার প্রধানতম স্থান হচ্ছে হাসপাতালে রোগীদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলা। আজ তাদের শুভ সূচনা হয়েছে আমি আশা করি সিনিয়র ডক্টরদের সাথে মিলে এই সকল ইন্টার্নি চিকিৎসকরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আলোকিত করবে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ বেডের হলেও হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে তিনগুণ তাদের সেবায় পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং জনবল না থাকলেও সদ্য যোগদান কৃত প্রায় দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক ভর্তি কৃত রোগীদের সেবা দানে সহায়ক হবে।

Leave A Reply

Your email address will not be published.