আগামীকাল শেবাচিম’র ৫৬ তম বর্ষপূর্তি
# থাকছে র্যালি, জুলাই-আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, খেলাধুলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশাল
‘শত সহস্র স্মৃতিরা আজ ডাকে কীর্তনখোলার বাতাসে ভেসে আনন্দ সুখের বাঁকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বুধবার ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চলের অন্যতম বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬ তম বর্ষপূর্তি। ১৯৬৮ সালের এই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠিত হয়। তাই আগামীকাল ২০ নভেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ও নতুন শিক্ষক এবং শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে এই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে দেশ বিদেশে রোগী সেবায় নিয়োজিত খ্যাতিনামা চিকিৎসকরা অংশ নিতে ক্যাম্পাসে এসে গেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজক কমিটি দিনভর নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে রয়েছে অনুষ্ঠানের শুরুতে সকাল ৯ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। এরপর জুলাই-আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন হবে সকাল ৯টা ৩০ মিনিটে। সকাল ১০ টায় সকল অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে র্যালি। র্যালিটি শেবাচিম ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর বান্দ রড, চাঁদমারি হলে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। র্যালি শেষে ক্যাম্পাসে কেক কাঁটা ও চা -চক্রে অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীরা। দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বেলা ১ টায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। সভা শেষে সম্মাননা দেওয়া হবে শহিদ পরিবারের সদস্যদের।
অনুষ্ঠানের বরিশালের স্বনামধন্য চিকিৎসক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চিকিৎসক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পরবর্তী ১ম ব্যাচের ছাত্র প্রফেসর ডা. আকতার মোরশেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি প্রফেসর ডা. নাজমুল হোসেন ও অধ্যাপক ডা. কহিনুর বেগম।
জমকালো এই আয়োজনে আরো থাকছে দেড়টা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে নামাজ এবং মধ্যাহ্ন ভোজ । এরপর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অতিথিদের অংশগ্রহণে চলবে খেলাধুলা। বিকাল ৪টা ৩০ মিনিটে অতিথিদের অংশগ্রহণে চলবে পিঠা উৎসব। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
উল্লিখিত সকল আয়োজনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশালের স্বনামধন্য চিকিৎসক ও আয়োজক কমিটির আহ্বায়ক (বরিশাল) অধ্যাপক ডা. আজিজ রহিম, সদস্য সচিব (বরিশাল) ডা. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আহ্বায়ক (ঢাকা) ডা. পারভেজ রেজা কাকন, সদস্য সচিব (ঢাকা) ডা. মো. সাইফুল ইসলাম জুয়েল। উল্লেখ্য শের-ই- বাংলা মেডিক্যাল কলেজের ৫৬ তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। যার আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ডা. আজিজ রহিম ও সদস্য সচিব ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন।
এছাড়া এই আয়োজন সফল করতে কমিটিতে আরও ৯ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য এবং একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। ইতোমধ্যে এই আয়োজনে অংশ নিতে ৩ হাজারের অধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। যা শের-ই-বাংলা মেডিকেল কলেজের পূর্বের সকল বর্ষপূর্তি আয়োজনে সর্বাধিক রেজিস্ট্রেশন। ইতোমধ্যে রেজিস্ট্রেশনকারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।
ডা. বদরুদ্দোজা মো. জোবায়ের
আহ্বায়ক মিডিয়া উপকমিটি
৫৬ তম বর্ষপূর্তি আয়োজক কমিটি
শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।