নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক ডা. মো. আবুল কেনান, সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী ও কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির-উল-ইসলাম। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করা হয়।
নব গঠিত কমিটিতে বরিশালের কৃতী চিকিথসক ডা. গোলাম সগীর, ডা. মীর শহিদুল হাসান শাহীন ডা. মাজহারুল রেজওয়ান,ডা. জিয়াউল হাসান ডা.ওসমান গনি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
যুগ্ম আহ্বায়ক
নবগঠিত কমিটিতে যারা যুগ্ম আহ্বায়ক হয়েছেন, তারা হলেন—
১. ডা. শাহ মু. আমানউল্লাহ
২. ডা. জি এম জাহাঙ্গীর হোসেন
৩. ডা. মো. মিজানুর রহমান
৪. ডা. জামাল উদ্দীন আহমদ
৫. ডা. মো. আব্দুল আউয়াল
৬. ডা. শহিদুল ইসলাম আকন
৭. ডা. মো. শামসুল আলম
৮.ডা. মো. আসজাদুর রহমান শোভন
৯. ডা. মো. সিরাজুস সালেহীন
১০. ডা. মো. আলমগীর হোসেন জনি
১১. ডা. খালেকুজ্জামান দিপু
১২. অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক
১৩. ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমান সুজন
১৪. ডা. এ কে এম মহিউদ্দীন পিন্টু
১৫ ডা. মুহাম্মদ সাঈদ মাহমুদ তমাল
১৬. অধ্যাপক ডা. শহীদুল ইসলাম
১৭. ডা. এ টি এম রেজাউল করিম
১৮. ডা. মনোয়ার তারিক
১৯. ডা. মিনহাজুর রহমান তারেক
২০. ডা. এ এস এম আবদুল্লাহ
যুগ্ম সম্পাদক
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক হয়েছেন ২৪ জন চিকিৎসক। তাদের নাম নিচে দেওয়া হলো—
১. ডা. শহিদুল ইসলাম খান
২. ডা. মাহমুদ মান্নান অঞ্জন
৩. ডা. গোলাম মাহমুদ সুহাস
৪. ডা. শরীফ মো. মুসা
৫. ডা. সাহিদুর রহমান খান
৬. ডা. সাজ্জাদ হোসেন রাসেল
৭. ডা. সাকলায়েন হোসেন
৮. ডা. আহসান হাবিব
৯. ডা. বেলায়েত হোসেন
১০. ডা. আবদুল কাদির (নোমান)
১১. ডা. আজিজুর রহমান
১২. ডা. মো. কামাল হোসেন
১৩. ডা. মো. জামাল উদ্দীন
১৪. ডা. মো. মনিরুজ্জামান
১৫. ডা. তইমুর রহমান
১৬. ডা. মো. লোকমান
১৭. ডা. হারুন অর রশিদ
১৮. ডা. আমিনুল ইসলাম
১৯. ডা. জাকির হোসেন জিকু
২০. ডা. আব্দুল্লাহ আল মূতী
২১. ডা. জিয়াউর রহমান
২২. ডা. সরদার রেজাউল করিম
২৩. ডা. মাহমুদুল হাসান সুজন
২৪. ডা. মহসিন হাসান সম্রাট
সদস্য
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য হয়েছেন ৭০ জন চিকিৎসক। তাদের নাম নিচে দেওয়া হলো—
১. ডা. শেখ ফরহাদ
২. ডা. মশিউর রহমান
৩. ডা. রফিকুল ইসলাম সেতু
৪. ডা. রমজানুল করিম খান
৫. ডা. মতিউর রহমান মুন্না
৬. ডা. আহসান মজিদ
৭. ডা. লতিফুল বারী
৮. ডা. আব্দুল্লাহ আল মাহমুদ
৯. ডা. মাহমুদুর রহমান
১০. ডা. নজরুল ইসলাম
১১. ডা. মোঃ মতিউর রহমান
১২. ডা. কাউসার হামিদ।
১৩. ডা. আব্দুল্লাহ চৌধুরী
১৪. ডা. ফয়জুর কর
১৫. ডা. জাহিদুল ইসলাম
১৬. ডা. মীর সাহিদুল হাসান
১৭. ডা. মোহাম্মাদ গোলাম সাগির
১৮. ডা. মোঃ জিয়াউল হাসান
১৯. ডা. ওসমান গনি
২০. ডা. শাহ মো। ফয়সাল এস্কান্দার জয়
২১. ডা. মোঃ মোজাহেরুল ইসলাম
২২. ডা. ইউসুফ আলী
২৩. ডা. মো: আরিফ হোসেন
২৪. ডা. গোলাম মোস্তফা দাউদ
২৫. ডা. রাশেদুল হক রনি
২৬. ডা. হাসানুর জামান টুটুল
২৭. ডা.আশফাকুর রহমান রোমেল
২৮. ডা. মো: মনিরুজ জামান
২৯. ডা. আব্দুল্লাহ আল মামুন
৩০. ডা. শরীফ আহমেদ জুনায়েদ
৩১. ডা. মাজহারুল রেজওয়ান
৩২. ডা. মীর শহিদুল আহসান
৩৩. ডা. কামরুজ্জামান মানিক
৩৪. ডা. খালেদ বিন ইসলাম
৩৫. ডা. রাজীব মাহমুদ
৩৬. ডা. এ এইচ এম মশিউর রহমান
৩৭. ডা. তাফহিম এহসান কবির ফাহিম
৩৮. ডা. মো: ফাহাদ গনি
৩৯. ডা. আব্দুল্লাহ আল মাহমুদ
৪০. ডা. মাহমুদুল হাসান
৪১. ডা. নজরুল ইসলাম
৪২. ডা. সৈয়দ মোঃ আলী হায়দার
৪৩. ডা. কাউসার হামিদ
৪৪. ডা. চৌধুরী ফয়জুর রব
৪৫. ডা. জাহিদুল ইসলাম
৪৬. ডা. শাহীন জোদ্দার
৪৭. ডা. আব্দুল হান্নান
৪৮. ডা. নাজমুস সাকিব
৪৯. ডা. জি এম আলমগীর
৫০. ডা. লোকমান হোসেন
৫১. ডা. মশিউর রহমান
৫২. ডা. সেলিম রেজা
৫৩. ডা. সারোয়ার জাহান
৫৪. ডা. হামিদুল হক রশেদ
৫৫. ডা. গোলাম ফরহাদ
৫৬. ডা. রাশেদুল ইসলাম
৫৭. ডা.আজিজুর রহমান
৫৮. ডা. আব্দুল্লাহ আল রাফি
৫৯. ডা. মহসিন মিয়া
৬০. ডা. আকারিয়া বিন হামিদ
৬১. ডা. শরিফুল ইসলাম
৬২. ডা. আবু হেনা আতিকুজ্জামান
৬৩. ডা. খ নাফিজ রহমান
৬৪. ডা. এস এম রাকিবুল হাসান
৬৫. ডা. আহমেদ হোসাইন চিচু
৬৬. ডা. মো: ফয়েজ আহম্মদ
৬৭. ডা. নাজমুল হাসান
৬৮. ডা. এফ এম মাইনুল হাসান
৬৯. ডা. শোয়েব মোহাম্মদ শাহরিয়ার
৭০. ডা. খালেদ বিন ইসলাম
উপদেষ্টা
নবগঠিত কমিটিতে যারা যুগ্ম উপদেষ্টা হয়েছেন, তারা হলেন—
১. অধ্যাপক ডা. সিরাজউদ্দীন আহমেদ
২. অধ্যাপক ডা. মো. সাজ্জাদ হোসেন
৩. অধ্যাপক ডা. রফিকুল ইসলাম
৪. অধ্যাপক ডা. এস এম ইদ্রিস আলী
৫. অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন।
৬. অধ্যাপক ডা. শামসুজ্জামান শাহীন
৭. অধ্যাপক ডা. আব্দুস সালাম
৮. অধ্যাপক ডা. শফিকুর রহমান পাটোয়ারী
৯. অধ্যাপক ডা. আব্দুল গনি আহসান
১০. অধ্যাপক ডা. কামরুল আহসান
১১. অধ্যাপক ডা. এ জেড এম সেলিমুল্লাহ