ডা. মাজহারুল রেজোয়ান রেজা :
কাচা লিচুতে রয়েছে মিথেলিন সাইক্লপ্রপাইল গ্লাইসিন নামক এমিন যা অনেকটা হাইপোগ্লাইসিন এর ন্যায় কাজ করে এবং রক্তে গ্লুকোজ কমায়।
যদি কেউ বিশেষত শিশুরা খালি পেটে অতিরিক্ত লিচু বিশেষ করে কাচা লিচু খায় তবে রক্তে MCPG (মিথেলিন সাইক্লপ্রপাইল গ্লাইসিন) বেড়ে যেতে পারে যার ফলে রক্তে গ্লুকোজ মাত্রাতিরিক্ত কমে যেয়ে শিশুদের মৃত্যুও হতে পারে।
ভারতের মুজাফফরাবাদে গবেষনায় দেখা গিয়েছে অতিরিক্ত লিচু খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫০ জন শিশুর মাঝে ১২২ জনের মৃত্যু ঘটেছে। বাংলাদেশের রাজশাহী অঞ্চলে I
CDDRB টিম গবেষনা চালিয়ে এ ব্যাপারে একমত পোষন করেছে। তাই খালি পেটে, অতিরিক্ত বিশেষ করে কাচা লিচু খাওয়া থেকে শিশুদের বিরত রাখুন।
ডা. মাজহারুল রেজোয়ান রেজা
কন্সালট্যান্ট ( অর্থোপেডিক্স)
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন