Take a fresh look at your lifestyle.

শেবাচিম হাসপাতালে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষ্যে

৩৯৩

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এর নেতৃত্বে হাসপাতাল কম্পাউন্ড থেকে র‌্যালি বেড় করা হয়। র‌্যালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. নজমুল আহসান, সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন সৈকত, ডা. মো. ফয়সাল আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, “ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করে আগামী দিনে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। “তাঁদের অনবদ্য অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.