Take a fresh look at your lifestyle.

শেবাচিম হাসপাতালে অধুনিক মানের কার্ডিওলজি বিভাগের উদ্বোধন

৯৮

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মানে নতুন করে হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) উদ্বোধন করা হয়েছে।

নতুন বেড, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন, সেন্টাল এসি, ৪টি নতুন টয়েলটে নির্মান, দেয়ালের পলেস্তারা ঠিক করা সহ বিভিন্ন আসবাপত্র পরিবর্তন করে ইউনিট টিকে ঢেলে সাজানো হয়েছে।

সোমবার (২০) অক্টোবর) সকাল ১০টায় আধুনিক মানের এই নতুন এই হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আধুনিক মানে নতুন করে হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: এ কে এম মশিউল মুনীর।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সিসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. অসিম বিশ্বাস ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. এ বি এম ইমাম হোসেন (জুয়েল), ডা. মো. মাহামুদুল হাসান, ডা. মো. আফজাল হোসেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, মো. নাসিমুল হকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শের-ই বাংলা মেডিকেলের সিসিইউ বিভাগের এই ওয়ার্ডে ২৪ টি বেড থাকলেও রোগী ভর্তি থাকত ৪ থেকে ৫গুন বেশী । শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। এছাড়া ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকট রয়েছে বিভাগটিতে।

Leave A Reply

Your email address will not be published.