Take a fresh look at your lifestyle.

শেবাচিম এর একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি শিক্ষক সমিতির

২৪৯

 

 

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিগত কিছুদিন যাবত শেবাচিম এর একাডেমিক কার্যক্রম বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে ছাত্রছাত্রীবৃন্দ।

 

এর প্রেক্ষিতে কলেজ প্রশাসন, জাতীয়তাবাদি চিকিথসকদের সংগঠন ড্যাব এবং ড্যাবের সাধারন সম্পাদক ডা সাজিদ, ছাত্র প্রতিনিধি সহ সকল মহল ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে ভয়াবহ চিকিথসক সংকটের কিছুটা লাঘব করতে সক্ষম হন।

 

আন্দোলন শুরুর পর থেকে বেশ কিছু প্রভাষককে শেবাচিমে পদায়ন দেয়া হয়েছে। একি সাথে দুই জন সহকারী ও সহযোগী অধ্যাপককে ফিরিয়ে আনা হয়েছে শেবাচিমে।

 

এছাড়া আর কয়েকজন সহকারী অধ্যাপকের পদায়িত হওয়ার কাজ চলমান রয়েছে।

 

সমস্ত দেশের প্রতিটা মেডিকেল কলেজেই শিক্ষক সংকট প্রকট। এই বাস্তবতায় শেবাচিম এর আন্দোলনকারীদের আন্দোলন প্রত্যাহার করে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার জন্য অনুরোধ করেছেন শেবাচিম শিক্ষক সমিতির পক্ষে সভাপতি ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারন সম্পাদক ডা শিহাবউদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.