Take a fresh look at your lifestyle.

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২১৮ চিকিৎসকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

35

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২১৮ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনসিটু পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা আগের কর্মস্থলেই নতুন পদমর্যাদায় কর্মরত থাকবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার-১ শাখা) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও), মেডিকেল অফিসার, মেডিকেল কলেজের প্রভাষক, জুনিয়র কনসালটেন্ট, রেজিস্ট্রার, আবাসিক মেডিকেল অফিসার, ডেপুটি সিভিল সার্জন, কিউরেটর—প্রভৃতি পদমর্যাদার চিকিৎসক রয়েছেন। এর মধ্যে ইপিডিমিওলজির তিন, এনাটমির ২৩, সার্জারি বিষয়ের আট, গ্যাস্ট্রোএন্টারোলজির ৩৬, ফার্মাকোলজির ২২, ফিজিওলজির ১১, বায়োকেমিস্ট্রির ১৫, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিষয়ের ২৬, হেমাটোলজির ১০, প্যাথলজির ১৬, ফরেনসিক মেডিসিনের পাঁচ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ৩২ এবং মাইক্রোবায়োলজি বিষয়ের ১১ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এ ছাড়া পদোন্নতি চিকিৎসকরা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেড অনুযায়ী বেতনভুক্ত হবেন বলেও এতে উল্লেখ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.