Take a fresh look at your lifestyle.

বিএমইউতে সিনিয়র নার্স নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ৭-৯ অক্টোবর

১৩৯

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ফলাফল প্রকাশিত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এর আগে ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আটশ’ পদের বিপরীতে অংশ নেন দুই হাজার চারশ নার্স।

উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ৯ অক্টোবর। এই ফলাফল বিএমইউর ওয়েবসাইটে (www.bmu.ac.bd) নির্ধারিত সময়ে প্রকাশিত হবে।

গত ১১ আগস্ট বিএমইউতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.bmu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষা (MCQ পদ্ধতিতে) অনুষ্ঠিত হবে।

পরে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার তারিখ ঠিক করে বিএমইউ।

Leave A Reply

Your email address will not be published.