Take a fresh look at your lifestyle.

দীর্ঘমেয়াদি ব্যথা নিরাময়ে রিউমাটোলজি বিষয়ক কোর্সের উদ্বোধন

২৬৯

মানবদেহের দীর্ঘমেয়াদি ব্যথা নিরাময়ের লক্ষ্যে রিউমাটোলজি বিষয়ক ৭ম ইন্টারন্যাশানাল মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড কোর্সের উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

আজ (শনিবার) বিএসএমএমইউয়ের শেখ ফজিলাতুন্নেছা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, চিকিৎসা বিজ্ঞানে রিউমাটোলজি একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তর বিষয়। রিউমাটোলজি সংক্রান্ত রোগের চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিশেষ ভূমিকা রাখতে পারে।

মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড শরীরের মাংসপেশি লিগামেন্ট, জয়েন্ট ও স্নায়ুর সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘমেয়াদি ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডের অপরিসীম গুরুত্ব রয়েছে। রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ইন্টারভেনশন বা সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশনের মাধ্যমে ব্যথা নিরাময়ে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।

বিএসএমএমউয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিউমাটোলজি সোসাইটির মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.