Take a fresh look at your lifestyle.

তীব্র তাপপ্রবাহ আর প্রখর রোদে নাকাল হয়ে পড়েছে বরিশালের মানুষ

131

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
তীব্র তাপপ্রবাহ আর প্রখর রোদে নাকাল হয়ে পড়েছে বরিশালের মানুষ। দিন ও রাতের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে।

বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষেরা।

তীব্র গরমে শ্রমজীবী সহ রাস্তায় বের হওয়া মানুষ একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছের নিচের ছায়া যায়গায়। আবার অনেকে পান করছেন বরফ দেয়া ঠান্ডা সরবত।

শ্রমজীবী এসব মানুষরা বলছেন, বৃষ্টি হলেও গরম কমছেনা। ২০ মিনিট পর পর তাদের জিরিয়ে নিতে হয়। গলা শুকিয়ে যাওয়ায় তারা ঠান্ডা জাতীয় সরবত ও পানীয় পান করছেন। এতে অনেকেরই গলা ব্যাথা, সর্দি কাশি হচ্ছে।

এদিকে, গরমের কারনে বরিশাল জেনারেল হাসপাতালে ১৮ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তাপমাত্রা বাড়লে রোগী আরো বাড়তে পারে বলে ধারনা সংশ্লিষ্টদের।

বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে আজ বুধবার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা বেলা বাড়ার সাথে সাথে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। গত মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস আরো জানিয়েছে গরমের তাপমাত্রা বাড়তে পারে তবে দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.