Take a fresh look at your lifestyle.

জনমত জরিপ : বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চায় ৯৭ ভাগ নাগরিক

17

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্যখাত সংস্কার সংক্রান্ত এক জনমত জরিপে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার পক্ষে মত দিয়েছেন নাগরিকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এই জরিপে ৯৭% উত্তরদাতা জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা উচিত। ওষুধের মূল্য নির্ধারিত করে দেওয়ার কথা বলেছেন ৯৭% উত্তরদাতা। একই সাথে ৯৬% উত্তরদাতা রোগ নির্ণায়ক পরীক্ষার মূল্য, ৯৬% চিকিৎসকের পরামর্শ ফি এবং অস্ত্রোপচারের ফি নির্ধারিত করে দেওয়ার কথা বলেছেন উত্তরদাতাদের ৯৫ ভাগ।

সম্প্রতি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই জনমত জরিপ চালায়। ৫ মে প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত কমিশনের ৩৩২ পৃষ্ঠার প্রতিবেদনে এই জরিপ তুলে ধরা হয়েছে।

জরিপে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা অবকাঠামো প্রসঙ্গে ৯২ ভাগ উত্তরদাতা মত দিয়েছেন, শহরের ওয়ার্ড পর্যায়েও গ্রামীণ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মতো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা উচিত। একইসঙ্গে ৭২% উত্তরদাতা মনে করেন চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও রোগ প্রতিরোধ কার্যক্রম পৃথক অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।

জরিপে অংশ নেওয়া ৭৬% নাগরিক সহায়ক পদে কর্মরতদের বদলির পক্ষে, আর ৬৮% উত্তরদাতা এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কারো ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক বিক্রি না করার পক্ষে মত দিয়েছেন। স্বাস্থ্যসেবার ব্যয় কাঠামোতেও সরকারের ভূমিকা প্রসঙ্গে ৯২% অংশগ্রহণকারী মনে করেন, এ খাতে ব্যয়ের বেশির ভাগ দায়িত্ব সরকারের উপর থাকা উচিত।

জরিপে ৭৯% উত্তরদাতা মত দিয়েছেন, স্বাস্থ্যহানিকর খাদ্য, পানীয় ও ভোগ্যপণ্যের উপর উচ্চহারে কর আরোপ করা উচিত। এছাড়া, ৭১% নাগরিক স্বাস্থ্যবীমা গ্রহণে আগ্রহী এবং ৬৭% অংশগ্রহণকারী মনে করেন, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একই ধরনের সেবাক্রম একীভূত করা উচিত।

প্রতিবেদনে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন জানিয়েছে, সুপারিশ প্রণয়নে এই জরিপের ফলাফল গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, জনমত জরিপটি পরিচালনার লক্ষ্যে দেশের আটটি বিভাগ থেকে প্রায় ৩৪৪টি প্রাথমিক নমুনা এলাকা নির্বাচন করা হয়। জরিপ পরিচালনার জন্য প্রতিটি নমুনা এলাকা থেকে নমুনায়নের মাধ্যমে ২৪টি সাধারণ খানা নির্বাচন করা হয়। প্রতিটি খানায় ১৮ বছর বা তার বেশি বয়সী একজন ব্যক্তির নিকট নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

এভাবে দেশব্যাপী মোট আট হাজার ২৫৬ জন নাগরিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জরিপের উপাত্ত বিশ্লেষণসহ সম্পূর্ণ রিপোর্ট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা করা হয়। জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রমে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে প্রণীত ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস স্যাম্পলিং (আইএমপিএস) পদ্ধতি ব্যবহার করা হয়।
সূত্র : মেডিভয়েস

Leave A Reply

Your email address will not be published.