Take a fresh look at your lifestyle.

‘চিকিৎসা বাণিজ্য নয়, সেবার পেশা : ডা. এফএম সিদ্দিকী

৫৮

হেলথ ইনফো ডেস্ক :
চিকিৎসা কোনো বাণিজ্য নয়- এটা সেবার পেশা বলে মন্তব্য করেছেন কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। তিনি বলেন, বন্ধু বা সহকর্মীরা গাড়ি, বাড়ি বা অর্থের কথা বলবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের নিবেদিত চিকিৎসক হন, অর্থ আপনা আপনিই আপনার পেছনে আসবে।

ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে রোববার (০২ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তরুণ চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, ১৮ কোটি মানুষের জন্য আনুপাতিক হারে বিশেষজ্ঞ তৈরি করা সম্ভব নয়। তাই প্রথমেই দরকার ভালো মানের এমবিবিএস চিকিৎসক। একজন সৎ ও দক্ষ সাধারণ চিকিৎসকও সমাজে বিশাল প্রভাব ফেলতে পারেন। তিনি তরুণ চিকিৎসকদের আহ্বান জানান যেন তারা আত্মোন্নয়ন, মানবিকতা ও পেশাগত সততার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। পেশা সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়- কেউ বলে এতে ভবিষ্যৎ নেই, কেউ বলে কষ্ট বেশি। এসব কথায় কান দেবেন না। আপনি যদি সত্যিকারের ভালো ডাক্তার হন, মানুষ আপনাকে চিনবেই।

তিনি বলেন, অর্থের পেছনে নয়, সন্তুষ্টির পেছনে ছুটুন। আপনি যদি ভালো চিকিৎসক হন, মানুষ আপনাকে খুঁজে নেবে। টাকা এমন কিছু যা কখনো মানসিক তৃপ্তি দিতে পারে না। দিনের শেষে নিজের কাছে প্রশ্ন করবেন- আমি কি আমার রোগীর জন্য সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর হয় ‘হ্যাঁ’, তাহলে আলহামদুলিল্লাহ- এর চেয়ে বড় প্রাপ্তি নেই।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অধ্যাপক সাকি মো. জাকিউল আলম এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ঢাকা কলেজ শাখার মেম্বার সেক্রেটারি এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আল-আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক। তিনি ‘রোগী ব্যবস্থাপনা ও মেডিকেল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের বহুমাত্রিক জ্ঞান ও দক্ষতা রোগীর সার্বিক যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণা, শিক্ষা ও ক্লিনিক্যাল সেবার সমন্বয়ে এই চিকিৎসা শাখা দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করছে।

Leave A Reply

Your email address will not be published.