Take a fresh look at your lifestyle.

কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

107

 

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার সকাল সারে ১০ টা থেকে কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের সাথে দ্বন্দ্বে জড়ান তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছিলেন তারা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবী জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের গায়ে হাত তোলেন এবং এতে শিক্ষার্থীরা আহত হয় বলে অভিযোগ করেন তারা।

 

অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষকের সাথে লাঞ্ছিতের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তল অবস্থা বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.