Take a fresh look at your lifestyle.

আগামী ৯ নভেম্বর সিভিল সার্জন হিসেবে পদায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার

৪২

হেলথ ইনফো ডেস্ক :
সিভিল সার্জন পদে পদায়নে লক্ষ্যে যোগ্য প্রার্থীদের তালিকা (ফিটলিস্ট) প্রণয়নে আগামী ৯ নভেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণের দিন ঠিক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২ নভেম্বর (রোববার) স্বাস্থ্যসেবা বিভাগের এক নোটিসে এ কথা বলা হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সিভিল সার্জন পদে পদায়নের নিমিত্ত ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ০৯.১১.২০২৫ তারিখ রোজ রবিবার বেলা ২.৩০ ঘটিকায় এতদসংগে সংযুক্ত তালিকার কর্মকর্তাগণের সাক্ষাৎকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে (ভবন নং-৩, কক্ষ নং-৩৩২, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।’

সাক্ষাৎকারে নোটিসের সাথে সংযুক্ত তালিকার কর্মকর্তাগণকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিব, অধিদপ্তরের পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.