Take a fresh look at your lifestyle.

অনশনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

51

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারন সম্পাদক সুজন আহমেদ ও অর্থ সম্পাদক ফারজানা আক্তার সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন একদল শিক্ষার্থী। আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলমান থাকা অবস্থায় গত ১৪ আগস্ট অনশনরত শিক্ষার্থীদের উপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে যে হামলা হয়েছে, নেতৃবৃন্দ তার নিন্দা জানিয়ে বলেন, হামলা-নিপীড়ন কখনো সমাধান হতে পারেনা।

নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে সকল পক্ষকে আলোচনায় বসে সমাধান করার জন্য আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.