Take a fresh look at your lifestyle.

অতিরিক্ত পড়াশোনার চাপে ডিপ্রেশনে শেবাচিম ছাত্রের অবশেষে আত্মহত্যা

৫৭২

নিজস্ব প্রতিবেদক :
নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। পড়াশুনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে মেডিকেল স্টুডেন্ট সজীব বাড়ৈই।

 

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের ৫০ তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র সজীব বাড়ৈই আজ শনিবার (২৪ মে) বিকেল ৫টায় মৃত্যুবরণ করেছে। তার লেখা চিরকুট মর্মাহত করেছে সহপাঠী ও পরিবারকে।

 

সজিবের সহপাঠীরা এখন ইন্টার্নশীপ করছে আর সজীব বাড়ৈই তৃতীয়বর্ষেই আটকে আছে। ক্লাসের বন্ধুদের এগিয়ে যাওয়া আর নিজের পিছিয়ে যাওয়া ডিপ্রেশন মৃত্যুর দিকে ঠেলে দিল।

 

সজীবের রুমমেট সুমন হালদার জানায়, পড়াশুনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে প্রায় অসুস্থ হয় সজীব বাড়ৈই। তৃতীয়বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সাথের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত সে। যার কারনে গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ক্লোনাজিপাম+ ফ্লুক্সেটিন গুড়া করে শিরাদিয়ে রুটে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে রাখা হয়। সেখানে আজ শনিবার (২৪ মে) বিকেল ৫টায় মৃত্যুবরণ করে।

Leave A Reply

Your email address will not be published.